বাংলাদেশকে ৫ উইকেটে হারাল আফগানিস্তান
১৫৩ রানে ৩ উইকেট—মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে তখন আড়াইশ ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তবে একটা রান আউটেই শেষ হয়ে গেছে সব। ৫৬ রান করা হৃদয় ফেরার একটু পর ৬০ রানে আউট হয়েছেন মিরাজও। টপ অর্ডারের মতো ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি লোয়ার অর্ডারও। মিরাজ ও হৃদয়ের হাফ সেঞ্চুরির পরও তাই ২২১ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। এমন পুঁজি লড়াইয়ের জন্যও যথেষ্ট ছিল না।