ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ-ইংল্যান্ড
উইকেট নেয়ার পর মারুফার উচ্ছ্বাস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে নারী বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে অল্প রানে গুটিয়ে গেলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪ উইকেটের ব্যবধানে হারতে হয়েছে টাইগ্রেসদের। আগে ব্যাট করে ১৭৮ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

রান অল্প হলেও ইংল্যান্ডকে শুরু থেকে হাঁসফাঁস করতে হয়েছে রানের জন্য। দলীয় ৭৮ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও ষষ্ঠ উইকেটে হিথার নাইট ও অ্যালিস ক্যাপ্সি মিলে ২৫ রান যোগ করে কিছুটা বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন।

এরপর সপ্তম উইকেট জুটি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। শার্লি ডেনকে নিয়ে নাইট এদিন যোগ করেন ৭৯ রান। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে নাইট ৭৯ রান করে অপরাজত থেকেছেন। ডেন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৭ রান করে। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন ন্যাট স্কাইভার ব্র্যান্ট। বাংলাদেশের হয়ে একাই ৩টি উইকেট নেন ফাহিমা খাতুন। দুটি উইকেট নেন মারুফা আক্তার। আর একটি উইকেট পান সানজিদা আক্তার মেঘলা।

ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ২ বল বাকি থাকতে অলআউট হলেও নিগার সুলতানা জ্যোতির দল সংগ্রহ করে ১৭৮ রান। বাংলাদেশের ইনিংসের মূল ভরসা ছিলেন ডানহাতি ব্যাটার সোবহানা মোস্তারি।

ষষ্ঠ ওভারে ক্রিজে নেমে ৪৭তম ওভার পর্যন্ত লড়াই করে যান তিনি। তিন নম্বরে নেমে ১০৮ বলে ৬০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষদিকে ঝড় তোলেন অলরাউন্ডার রাবেয়া। নয়ে নেমে ২৭ বলে অপরাজিত ৪৩ রান করেন তিনি—যা তার ক্যারিয়ারসেরা ইনিংস। ছয়টি চারের সঙ্গে ইনিংসের একমাত্র ছক্কাটিও আসে তার ব্যাট থেকে।

শুরুতে ওপেনার শারমিন আক্তার করেন ৫২ বলে ৩০ রান। এ ছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল স্বর্ণা আক্তার (১০)। বাকিদের কেউই সুবিধা করতে পারেননি। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২ বল খেলে শূন্য রানে আউট হন। অতিরিক্ত রান থেকে যোগ হয় আরও ১৭ রান।

প্রথম উইকেটে ২৯ বলে ২৪ রানের উদ্বোধনী জুটি গড়ার পর বিদায় নেন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান রুবাইয়া হায়দার (৯)। এরপর জ্যোতির দ্রুত আউটের পর চাপে পড়ে দল। কয়েকটি ছোট জুটি গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধীর হয়ে যায় রানের গতি। তৃতীয় উইকেটে শারমিন ও সোবহানা যোগ করেন ৬০ বলে ৩৪ রান।

৯২ বলে ফিফটিতে পৌঁছান সোবহানা। তার সঙ্গে রাবেয়ার অষ্টম উইকেটে আসে ২৩ বলে ২৬ রান। সোবহানা এলবিডব্লিউ হওয়ার পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হন মারুফা আক্তার। এরপর সানজিদা ও রাবেয়া মিলে বাংলাদেশের সংগ্রহ দেড়শ পার করেন। ইংল্যান্ডের হয়ে সোফি এক্লেস্টোন ২৪ রানে ৩ উইকেট নেন, লিন্সি স্মিথ, শার্লি ডেন ও অ্যালিস ক্যাপ্সি নেন দুটি করে উইকেট।

আরো পড়ুন: বাংলাদেশ