রংপুর রাইডার্সকে মন থেকে সরিয়ে দিতে পারব না: শানিয়ান তানিম

বাংলাদেশ
রংপুর রাইডার্সকে মন থেকে সরিয়ে দিতে পারব না: শানিয়ান তানিম
সংবাদ সম্মেলনে শানিয়ান তানিম, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ক্লাব ক্রিকেট থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন শানিয়ান তানিম। রংপুর রাইডার্সের কল্যাণে এই ক্রিকেট সংগঠক ক্রিকেট অঙ্গনে বেশ পরিচিত। তিনি রংপ্রু রাইডার্সের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি বিসিবিতে বড় দায়িত্ব পালন করতে চলেছেন।

তাকে বিসিবির ফ্যাসিলিটজ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এদিন বিসিবির নব নির্বাচিত কমিটির প্রথম সভা শেষে আব্দুর রাজ্জাক, ইফতেখার রহমান মিঠু, খালেদ মাসুদ পাইলট ও আমজাদ হোসেনের সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। জানিয়েছেন রংপুর দল তার বাচ্চার মতো। তাই এই দলটিকে মন থেকে সরিয়ে দিতে পারবেন না তিনি।

বিসিবির সঙ্গে যুক্ত থেকে রংপুরের সঙ্গে কাজ করার মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকবে সেটা ভালো করেই জানেন তানিম। তাই সীমাবদ্ধতা বুঝেই কাজ করতে চান তিনি। আগের মতো দলের সঙ্গে সম্পৃক্ত না থাকতে পারলেও যত বেশি সম্ভব রংপুর রাইডার্সকে সহযোগীতা করতে চান তিনি।

সংবাদ সম্মেলনে তানিম বলেন, 'আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলে মিঠু ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই দায়িত্বে মোটেও ইন্টারেস্টেড না কারণ রংপুর রাইডার্স ইজ মাই বেবি। তাই আমি যত বড়ই হয়ে যাই না কেন রংপুর রাইডার্সকে কোনো সময় মন থেকে সরিয়ে দিতে পারবো না।'

নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, 'আমি আমার সীমাবদ্ধতা জানি—বোর্ড পরিচালক হিসেবে আমি কতটুকু অবদান রাখতে পারব, তা আমার জানা আছে। তবে রংপুর রাইডার্সের জন্য আমার অবদানও সমান থাকবে, কারণ আমাকে বোর্ডের দায়িত্বও পালন করতে হবে।'

রংপুরের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছের কথা জানিয়ে এই বিসিবি পরিচালক বলেন, 'হয়তো আগের মতো সব দিক থেকে এতটা সম্পৃক্ত থাকতে পারব না, কিন্তু অবশ্যই যুক্ত থাকব—দলের গঠন, সিদ্ধান্ত গ্রহণ—এসব বিষয়ে আমি থাকব সম্পৃক্ত। তবে আমি নিশ্চিতভাবে জানি, বোর্ড পরিচালক হিসেবে আমি কতটুকু করতে পারব, তার সীমা আমার জানা আছে।'

আরো পড়ুন: বিপিএল