সাইফ হাসানের এই উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে তার দায়িত্বশীল ব্যাটিং। চাপের মুখে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন তিনি।
এই তালিকায় এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে সাইফ। এ ছাড়া তানজিদের (৩৭তম) ছয় ধাপ, পারভেজ হোসেন ইমনের (৫৩তম) ১৮ ধাপ ও শামীম হোসেন পাটোয়ারীর (৯১তম) আট ধাপ অগ্রগতি হয়েছে।
তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজসেরার পুরস্কার জিতেন নাসুম আহমেদ। র্যাঙ্কিংয়ে তিনিও দিয়েছেন বিশাল লাফ। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ৮৭ ধাপ উন্নতি করেছেন বাঁহাতি এই স্পিনার। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪তম স্থানে আছেন তিনি।
বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে অবস্থান করছেন। ২১ ধাপ এগিয়ে শরিফুল ইসলামের অবস্থান ৪৯-এ। এই সংস্করণের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে দ্বাদশ স্থানে মুস্তাফিজুর রহমান।
এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটাররাই যেন এই সপ্তাহের বড় তারকা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদবরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ পারফর্ম করে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন।
ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রবীন্দ্র জাদেজা ও কে এল রাহুল। জাদেজা এখন টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে নিজের অবস্থান আরও সুসংহত করেছেন, আর রাহুল উঠে এসেছেন ব্যাটারদের মধ্যে ৩৫তম স্থানে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ১৩ ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে অবস্থান করছেন। নিউজিল্যান্ডের টিম রবিনসনও উঠে এসেছেন ২২তম স্থানে, সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে।
বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, ভারতের বরুণ চক্রবর্তীর ঠিক পরেই। এছাড়াও নূর আহমাদ ও মুজিব উর রহমানেরও উন্নতি হয়েছে এই তালিকায়। অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড ১০ ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে।