বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

বাংলাদেশ
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অক্টোবরের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে আসবে ক্যারিবীয়রা। কয়েকদিন আগেই আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সেখানে কিছুটা পরিবর্তন এনেছে। আগামী ১৫ অক্টোবর সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে পৌছাবে ওয়েস্ট ইন্ডিজ দল।

বাংলাদেশের বিপক্ষে তাদের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। আগে দ্বিতীয় ওয়ানডেতে ২০ অক্টোবর হওয়ার কথা ছিল। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭ ও ২৯ এবং ৩১ অক্টোবর।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ২৬ এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল। ক্যারিবিয়ানদের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজই হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই রকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ক্যারিবীয়দের তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশই হোয়াইটওয়াশ হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি-

প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর

দ্বিতীয় ওয়ানডে: ২১ অক্টোবর

তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর

প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ অক্টোবর

আরো পড়ুন: বাংলাদেশ