সিরিজ শুরুর আগে নিজেদেরকেই এগিয়ে রেখেছেন আফগানিস্তানের ওয়ানডে অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। তিনি অধিনায়ক হিসেবে নিজের দলকে পিছিয়ে রাখতে পারেন না বলেও জানিয়েছেন। আর আফগানিস্তানের বাড়তি আত্মবিশ্বাসের কারণ হতে পারে আইসিসি র্যাঙ্কিংও।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ম স্থানে রয়েছে বাংলাদেশ, ৭ম স্থানে আছে আফগানিস্তান। সরাসরি বিশ্বকাপে যাবে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। ফলে এই সিরিজটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে নিজের দলের ওপর বিশ্বাস আছে বলে জানালেন শহীদি।
তিনি বলেন, 'আমার মনে হয় দুটি দলই ভালো। যে দল পুরো সিরিজ জুড়ে ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। আফগানিস্তানের অধিনায়ক হিসেবে আমি বাংলাদেশের নাম বলতে পারি না। আমি আমার দলের ওপর বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করি আমাদের একটি ভালো দল আছে। অতীতে আমরা ওডিআই ফরম্যাটে বেশ ভালো ক্রিকেট খেলেছি। তাই ইনশাআল্লাহ, আমরা এখানে লড়াই করার জন্য এসেছি এবং আমরা সিরিজটি উপভোগ করব। আমরা লড়াই করব এবং ফলাফল পেতে আমাদের শতভাগ দেবো।'
টি-টোয়েন্টিতে হারলেও ওয়ানডেতে আফগানিস্তান ঘুরে দাঁড়াতে পারে সেই বিশ্বাস আছে শহীদির। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো খেলেছে বলেও কৃতিত্ব দিয়েছেন আফগান অধিনায়ক। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে যাওয়াই আপাতত আফগানিস্তানের লক্ষ্য।
শহীদি বলেন, 'আমার দলের ওপর শতভাগ আস্থা আছে। টি-টোয়েন্টি এবং ওডিআই দুটি ভিন্ন ফরম্যাট। আমার মনে হয়, বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালো খেলেছে। কিন্তু আমি আগেই বলেছি, ওডিআই ভিন্ন ফরম্যাট এবং আমরা সাম্প্রতিক অতীতে অনেক ভালো ক্রিকেট খেলেছি। তাই আমি আত্মবিশ্বাসী। আমি আশা করি, আমরা আগামীকাল ভালো শুরু করব এবং প্রথম ম্যাচ থেকেই ফলাফল পেতে আমাদের শতভাগ দেবো এবং পরের ম্যাচেও তা ধরে রাখব।'