এর একটি শুরু হচ্ছে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে। এরপর বাংলাদেশ আরেকটি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আফগানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে ৫ পয়েন্ট পাবে টাইগাররা।
এই হিসেব বেশ ভালোভাবেই জানেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বেশিরভাগ ম্যাচটি টি-টোয়েন্টি। ফলে ওয়ানডে খেলতে হচ্ছে লম্বা বিরতির পর। তাই মানিয়ে নিতে একটু সমস্যা হয় বলে জানালেন মিরাজ।
তিনি বলেন, 'আমরা যে কয়টাই ওয়ানডে ম্যাচ খেলেছি, আমরা অনেক দিন গ্যাপ করে খেলা খেলেছি এবং আমাদের ব্যাক-টু-ব্যাক এরকম সিরিজ ছিল না। বাট একটা ব্যাক-টু-ব্যাক সিরিজ থাকলে কিন্তু একটা প্যাটার্নের ভিতরে খেলা যায়। আমরা টি-টোয়েন্টি খেলছি, তারপর অনেকদিন পরে ওয়ানডে ম্যাচ খেলা হচ্ছে।'
মিরাজ জানালেন তাদের পরিকল্পনায় আছে র্যাঙ্কিংয়ে উন্নতির বিষয়টি। মিরাজ এ প্রসঙ্গে বলেন, 'আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করাটা খুবই ইম্পরট্যান্ট। এখন পর্যন্ত উপরের আটটি দল খেলবে, বিশ্বকাপে কোয়ালিফাই করবে। কিন্তু আমরা ওইভাবেই প্ল্যান করছি এবং ওইভাবেই চেষ্টা করছি।'
আফগানিস্তানকে আপাতত হোয়াইটওয়াশ করতে পারলে ৮২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে বাংলাদেশ। তাদের পয়েন্ট এখন ৮০। ফলে বাংলাদেশ ৯ নম্বর অবস্থানে চলে যেতে পারে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী সিরিজ জিততে পারলে এই অবস্থান আরও পাকাপোক্ত হবে বাংলাদেশের।