ভিসা জটিলতায় প্রথম ওয়ানডেতে অনিশ্চিত নাইম

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ
বাংলাদেশের জার্সিতে নাইম শেখ
বাংলাদেশের জার্সিতে নাইম শেখ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হয়নি সৌম্য সরকারের। এবার ভিসা জটিলতায় পড়েছেন ওয়ানডে দলে থাকা নাইম শেখ। জানা গেছে এই ওপেনারের ভিসা এখনও আসেনি।

ফলে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নাইম খেলা নিয়ে বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন তারা এখনও ভিসা পাননি।

অপেক্ষায় আছেন এই ওপেনারের। যখনই ভিসা হবে তখনই তাকে নিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। তাই আগে থেকে বলা যায় না কখন ভিসা আসবে।

এ প্রসঙ্গে নাফিস বলেন, 'এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। এটা অটোজেনারেটেড ভিসা সিস্টেম তো। এটা প্রসেসের মধ্যে না। আপনি ম্যানুয়ারি এটা ট্র্যাক করতে পারবেন না। না আসা পর্যন্ত এমিরেটস বা ইমিগ্রেশনও কিছু করতে পারবে না। যখনই আসবে তখনই পাবো। এখনও পাইনি।'

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলের প্রায় সবাই আছেন ওয়ানডে দলে। মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও নাজমুল হোসেন শান্ত সেই দলের সঙ্গে যোগ দিয়েছেন আরব আমিরাতে।

এর মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলেও ফিরেছেন নুরুল হাসান সোহান। দুজনই নিজেদের পাওয়া সুযোগ কাজে লাগাতে চাইবেন।