সেই ম্যাচে তার ৬ বলে অপরাজিত ১২ রানের সৌজন্যে বাংলাদেশের ইনিংস দেড়শ পার হয়। এরপর সুপার ফোরের দুই ম্যাচে ছিলেন সাইড বেঞ্চে। পাকিস্তানের বিপক্ষে লিটন না থাকায় দলে সুযোগ মেলে তার। সেই ম্যাচে ২১ বলে ১৬ রান করেও বাংলাদেশকে জেতাতে পারেননি শেষ পর্যন্ত।
এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঠিকই নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন সোহান। ৩ ম্যাচে করেছেন ৬৪ রান। তিন ম্যাচেই ছিলেন অপরাজিত। প্রথম ম্যাচে ১৩ বলে ২৩, দ্বিতীয় ম্যাচে ২১ বলে ৩১ আর শেষ ম্যাচে ৯ বলে ১০। এমন পারফরম্যান্সের পর ওয়ানডে দলের দরজাও খুলেছে সোহানের।
লিটন দাস না থাকায় ওয়ানডে সিরিজে জাকের আলী নন বরং উইকেটের পেছনে সোহানকে দেখতে চান মেহেদী হাসান মিরাজ। সোহানকে বাংলাদেশের সেরা উইকেটকিপার হিসেবেও আখ্যা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এর পেছনে যুক্তিও দিয়েছেন তিনি।
মিরাজ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা জানি, সোহান আমাদের বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন উইকেটকিপার। যদি বাংলাদেশের সেরা উইকেটকিপারের কথা বলা হয়, তাহলে নিঃসন্দেহে সোহানই সেই জায়গায় আছে। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে উইকেটকিপিংয়ের ক্ষেত্রে তার সুযোগও বেশি থাকবে।'
বিশেষ করে অভিজ্ঞতার কারণেই জাকেরের চেয়ে সোহানকে এগিয়ে রাখছেন মিরাজ। নিজের যুক্তি দিয়ে তিনি বলেন, 'অধিনায়ক হিসেবে আমিও সেটাই চাইব। কারণ, তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ খেলেছে। যদি সুযোগ পাওয়া যায়, আমি বিশ্বাস করি সোহান বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে।'