বিপিএল খেলতে ভারত সফর থেকে ছুটি নিলেন নিশাম

বিপিএল
হান্নান সরকারের ফেসবুক পেজ থেকে নেয়া
হান্নান সরকারের ফেসবুক পেজ থেকে নেয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই বিপিএল ছাড়ার কথা ছিল জিমি নিশামের। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডারের। তবে রাজশাহীর হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলো খেলতে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন নিশাম। বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার।

সবশেষ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন নিশাম। সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট শেষ হতেই বিপিএল খেলতে বাংলাদেশের বিমান ধরেন। সিলেটে নেমেই ১১ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার। রাজশাহীর হয়ে এখনো পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন তিনি।

রংপুরের পাশাপাশি ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স ও চট্টগ্রামের বিপক্ষে একাদশে ছিলেন নিশাম। তিন উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৩০ রান। জাতীয় দলের সিরিজ থাকায় ১৭ জানুয়ারি চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ শেষেই ভারতের বিমান ধরার কথা ছিল তাঁর। তবে রাজশাহীর অনুরোধে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন তিনি। যার ফলে ভারতের বিপক্ষে অন্তত দুইটি টি-টোয়েন্টি মিস করতে যাচ্ছেন নিশাম।

নিজেদের প্রচেষ্টা নিয়ে হান্নান বলেন, ‘নিশামকে যখন অনুরোধ করলাম কোনোভাবে থাকা যায় কি না, সে নিজেও আগ্রহ দেখিয়েছিল। কিন্তু নিশাম আগ্রহ দেখালেই তো শুধু হবে না, দিনশেষে জাতীয় দলের খেলা, নিশামকে যেতেই হতো। আমাদের দলে নিশামের মতো একজনকে ওই পজিশনে খুব দরকার তা সবাই জানতাম। তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল, আমরা করেছি।’

২০ জানুয়ারি প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে খেলবে রাজশাহী। ফাইনালে উঠতে পারলে ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকতে হবে নিশামকে। এমন অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ না খেলে বিপিএল খেলতে কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। যদিও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে শেষ পর্যন্ত রাজি করাতে পেরেছেন তিনি। এনওসির জন্য পুরো কৃতিত্ব নিশামকেই দিচ্ছেন হান্নান।

রাজশাহীর প্রধান কোচ বলেন, ‘বাকি যত প্রক্রিয়া সব নিশাম নিজে করেছে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ, এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবই। রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে, এই কথাটাই বলছিলো আমায় তখন। এই হলো ছবির গল্প।’

ভারতের বিপক্ষে না খেলে কেন বিপিএলে থেকে যাচ্ছেন সেই কারণ অবশ্য নিশামের কাছে জানতে চাননি হান্নান। তিনি বলেন, ‘নিশাম ঠিক কি চিন্তা করে থেকে গেল তা আর জানতে চাইনি। শুধু এতোটুকু জানি, বিপিএল নিয়ে যখন নানান কথা চারিদিকে, ঐ সময়েও নিশামের মতো একজন তারকা খেলোয়াড় নিজ দেশের খেলা ছেড়ে এই বিপিএলে থেকে যাওয়ার কথা ভেবেছে। আমার কাছে এটাই বড় প্রাপ্তি। শুধু আমার না, আমাদের সবার জন্যই, বিপিএলের জন্যও।’

আরো পড়ুন: