তোপের মুখে গম্ভীর, হারাতে পারেন চাকরী

ভারত-নিউজিল্যান্ড সিরিজ
গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
একের পর এক সমালোচনা বিদ্ধ হচ্ছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে। ইন্দোরের হলকার স্টেডিয়ামে ভারতকে ৪১ রানে হারিয়েছে কিউইরা। আর তাতেই দীর্ঘ ৩৭ বছর পর ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড।

এরপর সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে গম্ভীরকে নিয়ে। টি-টোয়েন্টিতে সাফল্য পেলেও ওয়ানডে আর টেস্টে নিজেদের অবস্থান ধরে রাখতে পারছে না ভারত। যদিও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের পর গম্ভীরকে মাথায় তুলেছিলেন ভারতের সমর্থকরাই। এরপর শুরু হয়েছে ভারতের অধঃপতন।

তারা শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হেরেছে। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করার পেছনেও অনেকে গম্ভীরের হাত দেখছেন। ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারী গম্ভীরের পাশাপাশি ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারকেও দুষছেন দুই অভিজ্ঞ ক্রিকেটারকে সরিয়ে দেয়ায়।

তিনি সম্প্রতি বলেছেন, 'আমি জানি না আসল কারণটা কী। কিন্তু অজিত আগারকারকে চিনি—তিনি সিদ্ধান্ত নিতে জানেন, পিছপা হন না। তবে তিনি কি কারও কাঁধ ব্যবহার করে বন্দুক ছুঁড়েছেন—সেটা দেখার বিষয়। পর্দার আড়ালে অনেক কিছু ঘটে, যেগুলো যোগ করলে ছবিটা পরিষ্কার হয়।'

তিনি আরও যোগ করেন, 'সিদ্ধান্তটা হয়তো প্রধান নির্বাচকই নিয়েছেন, এবং তিনি সেটায় খুব স্পষ্ট ছিলেন। তবে স্বাভাবিকভাবেই কোচের মতামত সেখানে ছিল। একা বসে এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। যা সিদ্ধান্ত হয়েছে, তার দায় কোচ ও নির্বাচক—দুজনেরই।'

এমন অবস্থায় গম্ভীরের চাকরী নিয়েই টানাটানি পড়ে গেছে। আগামী পাঁচ মাস ভারতের কোনো ওয়ানডে ও টেস্ট ম্যাচ নেই। এই সময়ই গম্ভীরের ভাগ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি মাত্র দিন বিশেক। ফলে বিশ্বকাপ পর্যন সময় পেয়ে যাচ্ছেন গম্ভীর। এই বিশ্ব আসরে ভারত ভালো না করলে বা শিরোপা জিততে না পারলে গম্ভীরকে সরিয়ে দিতে খুব বেশি ভাবতে হবে না ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

আরো পড়ুন: