যদিও পরবর্তীতে বিসিবির পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয় আকু কর্মকর্তারা নিয়ম মেনেই সব কিছু করছেন। এ কারণেই এবারের বিপিএল সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও দাবি জানিয়েছিলেন তারা। এবারের বিপিএলে প্লে অফে উঠতে পারেনি ঢাকা ক্যাপিটালস।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের পর আকুর হয়রানি নিয়ে মুখ খুলেছেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটার সাইফ হাসান। জানিয়েছেন কোনো অনুমতি ছাড়াই তার রুমে ঢুকে গিয়েছিলেন আকু কর্মকর্তারা। মূলত এবারের বিপিএলে রান পাচ্ছিলেন না এই বাংলাদেশি ব্যাটার। এ কারণেই তাদের সন্দেহের তালিকায় পড়ে গিয়েছিলেন সাইফ।
ব্যাখ্যা করে ঢাকার এই ব্যাটার বলেন, 'ওই সময় মিটিং তো না, রুমে আসল, তারপর আসার পর কথাটা বলল, দেখল, তারপর যখন কিছু পায় নাই তখন দুঃখ প্রকাশ করে চলে গেছে। তারপরের কয়েকদিন অনবরত দুঃখ প্রকাশ করেছে।'
তিনি আরও যোগ করেন, 'প্রথম দুই-তিন ম্যাচ যখন ভালো খেলি নাই, স্বাভাবিকভাবে ওদের কাছে লেগেছে যে আমার খেলাটা আগের বছরের সাথে মিলছে না—মানে গত বছর আমি যেভাবে খেলে আসছি। তো ওদের কাছে জিনিসটা স্বাভাবিক লাগে নাই। ওরা আসছে হুট করে চার্জ করেছে। তাই জিনিসটা আমারও ভালো লাগে নাই, আমি বিরক্ত বোধ করেছি।'
ঢাকার প্রধান নির্বাহী জানিয়েছিলেন গুরবাজের ঘরে আচমকা ঢুকে গিয়েছিল আকুর কর্মকর্তারা। এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাইফ নিজেও। এমন ঘটনার পর রাগ করে টুর্নামেন্ট ছেড়ে যেতে চেয়েছিলেন আফগান এই তারকা। সিলেট থেকে ঢাকায় ফিরেও গিয়েছিলেন। পরে অনেক অনুরোধ করে তাকে আবার ফিরিয়ে আনা হয়।
সাইফ গুরবাজের ব্যাপারে বলেন, 'অবশ্যই বিস্ময়কর। আমি তো বিশ্রাম নেব তখন হুট করে আসছে। গুরবাজ তো ঘুমাচ্ছিল তখন আসছে। তো জিনিসটা মানে একটা তো থাকে যে আগে থেকে জানাবে, হুট করে আসা—আর মানে এটা তো অনেক অসম্মানজনক।'