হারের হ্যাটট্রিক নোয়াখালীর
টানা দুই হার নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে সেই প্রত্যয় মাঠে ব্যক্ত করতে পারেনি বিপিএলের নবাগত দলটি। আগে ব্যাট করে ১২৪ রানে থামে দলটি। জিততে হলে দলটির বোলারদের নাটকীয় কিছু করে দেখানোর বিকল্প ছিল না। তবে সেটা হয়নি। তারা রাজশাহীর বিপক্ষে ৬ উইকেটে হেরেছে।