
অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাচিনের, বদলি নিশাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন রাচিন রবীন্দ্র। কনকাশন পরীক্ষায় পাস করলেও মুখে চোট পাওয়ায় এই তরুণ অলরাউন্ডারকে খেলানো হচ্ছে না বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন রাচিন রবীন্দ্র। কনকাশন পরীক্ষায় পাস করলেও মুখে চোট পাওয়ায় এই তরুণ অলরাউন্ডারকে খেলানো হচ্ছে না বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
পুরো সিরিজ জুড়েই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মোহাম্মদ হারিস, উসমান খানরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ব্যর্থ হয়েছেন তারা। জিমি নিশামের ৫ উইকেটের পাশাপাশি জ্যাকব ডাফিদের দারুণ বোলিংয়ে মাত্র ১২৮ রানে থামে পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়ায় ১০ ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেছেন টিম সেইফার্ট। ডানহাতি ব্যাটারের এমন ব্যাটিংয়ে ১০ ওভার বাকি থাকতেই ৮ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।
বিপিএলের ফাইনালের আগে ফরচুন বরিশালের বড় চমক ছিল জিমি নিশাম। বরিশালের হয়ে খেলতে প্লে অফের ঠিক পরেই ঢাকায় পা রাখেন এই কিউই অলরাউন্ডার। ধারণা করা হচ্ছিল তাকে নিয়েই চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে খেলতে নামবে বরিশাল।
কিংবদন্তি গলফার টাইগার উডসের জীবনের না বলা সব কথা নিয়ে জেমস প্যাটারসনের লেখা ‘টাইগার, টাইগার’ বই হাতে বিমানে বসে আছেন জিমি নিশাম । ইনস্টাগ্রামে প্রকাশ করা স্টোরিতে দেখা যায় বইয়ের ঠিক উপরের অংশে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের পতাকা ব্যবহার করেছেন। অ্যারো চিহৃ দিয়ে নিশাম নিশ্চিত করেছেন বাংলাদেশে আসতে যাচ্ছেন।