উইলিয়ামসনকে বিপিএলে দেখার অপেক্ষায় নিশামও

বিপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টস যদি সুপার ফোরে উঠতে না পারে তাহলে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসবেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে আলোচনা পাকাপাকি করে রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। স্বদেশি উইলিয়ামসনকে বিপিএলে দেখার অপেক্ষায় আছেন নিশাম। তারকা অলরাউন্ডারের বিশ্বাস, যদি কিন্তু পেরিয়ে বিপিএলে আসবেন উইলিয়ামসন।

বিপিএলের প্রথম কোয়ালিফায়ার থেকে উইলিয়ামসনকে পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে রাজশাহী। এমনকি ডানহাতি ব্যাটারের টিকিটও কেটে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের বিপিএল খেলা নির্ভর করছে যদি কিন্তুর উপর। এসএ টোয়েন্টিতে ১০ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে ডারবান। ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে তারা।

যার ফলে এখনো প্লে অফে ওঠার সুযোগ আছে তাদের সামনে। যদিও ফ্র্যাঞ্চাইজিটির প্লে অফে ওঠা নির্ভর করছে জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস ম্যাচের ফলাফলের উপর। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে সেরা চার নিশ্চিত করেছে পার্ল। বিপরীতে পাঁচে থাকা জোবার্গের পয়েন্ট ১৭। এমন অবস্থায় পার্লকে হারাতে পারলে ডারবানকে পেছনে ফেলে সেরা চারে থাকার সুযোগ আছে।

সাউথ আফ্রিকার টুর্নামেন্টে একটি ম্যাচ জয়ের জন্য দলগুলো ৪ পয়েন্ট পেয়ে থাকে। জোবার্গ জিততে পারলে তখন তাদের পয়েন্ট হবে ২১। জোবার্গ যদি জিততে না পারে তখন ১৯ পয়েন্ট নিয়ে এলিমিনেটর খেলবে ডারবান। এমন অবস্থায় ২২ জানুয়ারি এলিমিনেটর খেলতে হবে উইলিয়ামসনকে। তবে যদি ডারবান সেরা চারে না যেতে পারে তখন কোয়ালিফায়ার থেকেই পাওয়া যেতে পারে তাকে।

যদি কিন্তুর হিসেব থাকলেও আশায় বুক বাধছেন নিশাম। রাজশাহীর তারকা অলরাউন্ডার বলেন, ‘আমাদের নিয়মিত কথা হয়। আমরা বছরের পর বছর অনেক সময় একসাথে কাটিয়েছি। গত কয়েক দিনেও টুর্নামেন্টের শেষ দিকে তার আসার ব্যাপারে কথা হয়েছে। বর্তমানে সে সাউথ আফ্রিকায় এসএ টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ত আছে। সে এখানে আসতে পারবে কি না তা সেখানকার কিছু ফলাফলের ওপর নির্ভর করছে। তবে আশা করছি সে বাংলাদেশে আসতে পারবে। আমার মনে হয় অনেকদিন সে এখানে আসেনি।’

ডারবানের হয়ে ব্যাট হাতে অবশ্য ছন্দে নেই উইলিয়ামসন। এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১২০.২৭ স্ট্রাইক রেট ও ২২ গড়ে ১১০ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন এমআই কেপ টাউনের বিপক্ষে। এদিকে ১৭ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলে ভারতে যাওয়ার কথা ছিল নিশামের। তবে রাজশাহীর হয়ে বিপিএলের শেষ ম্যাচগুলো খেলতে বোর্ড থেকে ছুটি নিয়েছেন তিনি। মিস করতে পারেন অন্তত দুইটি টি-টোয়েন্টি।

আরো পড়ুন: