মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি খেলবে অজিরা। প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিন ক্রিকেটার।সিডনি সিক্সার্সের অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস, পার্থ স্কর্চার্সের তরুণ পেসার মাহলি বেয়ার্ডম্যান এবং ব্রিসবেন হিটের ব্যাটার ম্যাট রেনশ। যদিও রেনশ এর আগে টেস্ট ও ওয়ানডে খেলেছেন।
চলতি বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই রেনশ এই সুযোগ পেয়েছে। বিগ ব্যাশে এখনও পর্যন্ত তিনি তিনি ৩২৪ রান করেছেন ৩৬ গড়ে এবং ১৫৩.৫৫ স্ট্রাইক রেটে। চোটের কারণে এই সিরিজে নেই জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও টিম ডেভিডের মতো তারকারা। বিগ ব্যাশ ফাইনালে ব্যস্ত থাকায় গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান এলিসও পাকিস্তান সফরে যাচ্ছেন না।
প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখেই বেয়ার্ডম্যানকে দলে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি আশাবাদী, বিশ্বকাপ শুরুর আগেই কামিন্স ও ডেভিড পুরোপুরি ফিট হয়ে উঠবেন। স্টিভ স্মিথের বাদ পড়া নিয়ে বেইলি জানিয়েছেন স্মিথের জন্য দলের দরজা খোলা আছে। প্রয়োজনে তাকে ডাকা হবে।
স্মিথকে নিয়ে বেইলি বলেন, 'এটা আসলে আমাদের জন্য দারুণ এক সমস্যা। গত কয়েক বছর ধরে বিগ ব্যাশে সে যেভাবে খেলছে, এখনও ঠিক সেভাবেই অসাধারণ ফর্মে আছে। কিন্তু সে যে পজিশনে খেলে, সেখানে আমাদের শক্ত বিকল্প রয়েছে। যদি পরিস্থিতি বদলায় বা ওই জায়গায় কাউকে দরকার হয়, তাহলে নিঃসন্দেহে স্টিভের নামই সবার আগে বিবেচনায় আসবে।'
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল-
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, মাহলি বেয়ার্ডম্যান, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।