বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সালমান আলী আঘা ও লিটন দাস
সালমান আলী আঘা ও লিটন দাস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের সব ধরনের প্রস্তুতি আপাতত স্থগিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত।

সোমবার পিসিবির একাধিক সূত্র জানায়, পরবর্তী সিদ্ধান্ত বিস্তারিতভাবে পরে জানিয়ে দেয়া হবে। একই সঙ্গে, যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়, সে পরিস্থিতির জন্য একটি বিকল্প বা কন্টিনজেন্সি পরিকল্পনা তৈরি করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না আইসিসির সঙ্গে একাধিক আলোচনায় সেটা জানিয়ে দিয়েছে। পাকিস্তানও সেই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে। পিসিবির মতে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তাজনিত উদ্বেগ যৌক্তিক ও গ্রহণযোগ্য। এই ইস্যুর সন্তোষজনক সমাধান না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাববে।

গত ১১ জানুয়ারি পিসিবি জানায় শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে তারা বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। কর্মকর্তারা দাবি করেছেন, পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত এবং সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও আইসিসি নারী কোয়ালিফায়ার সফলভাবে আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে তাদের।

এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। তারা জানিয়ে দিয়েছে, আইসিসি আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকে সরাবে না। বাংলাদেশের ভ্রমণ–সংক্রান্ত উদ্বেগের কারণে গ্রুপ অদলবদলের যে গুঞ্জন উঠেছিল, তা সরাসরি নাকচ করেছে তারা।

আরো পড়ুন: