
‘কারো জন্যেই দরজা বন্ধ নেই’, শান্ত-নাইম প্রসঙ্গে লিপু
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাউন্ডারির ধারে একটি ডাইভ দিয়ে বল থামানোর চেষ্টায় ঊরুর চোটে পড়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
পাঁচ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হতশ্রী পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। ১৬৭ রানে অল আউট হয়ে ম্যাচটি টাইগাররা হেরেছে ৭৭ রানে। অপরদিকে সিরিজে এগিয়ে গিয়ে হাওয়ায় ভাসছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। মাত্র ১০ রান খরচায় চার উইকেট নেয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাও প্রসংশায় ভাসাচ্ছেন নিজ দলকে।
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজও হাতছাড়া হয়েছে ১-০ ব্যবধানে। তবে এই ম্যাচে দারুণ বোলিং করেছিলেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার তাই উন্নতি করেছেন টেস্টের বোলারদের র্যাঙ্কিংয়েও। দুই ধাপ এগিয়েছেন তিনি।
শ্রীলঙ্কা সিরিজের আগে হুট করেই মেহেদী হাসান মিরাজের কাঁধে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন আছে এই ব্যাপারে তৎকালীন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কোনো মতামতই নেয়া হয়নি। আকস্মিক অধিনায়কত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত অবাক করেছে শান্তকেও।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পুরো পাঁচদিন খেলে এবং লড়াই করে ড্র করেছিল বাংলাদেশ। যদিও কলম্বো টেস্টে এমনটার ছিটেফোঁটাও দেখা যায়নি। এ কারণে বাংলাদেশ দলও হেরেছে ইনিংস এবং ৭৮ রানের বড় ব্যবধানে। ম্যাচ হারের পর এ নিয়ে হতাশা প্রকাশ করেছে নাজমুল হোসেন শান্ত।
গত কয়েক বছর ধরেই টেস্টে ওপেনিং জুটি নিয়ে ভুগছে বাংলাদেশ। বিশেষ করে তামিম ইকবালের অবসরের পর থেকেই বাংলাদেশের কোনো ওপেনিং জুটিই যেন স্থায়িত্ব পাচ্ছে না। পালাক্রমে জাকির হাসান, সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে খেলানো হয়েছে। তবে তাদের কেউই প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি নিজেই। এমন গুঞ্জন বেশ কিছুদিন আগে থেকেই ছিল। নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তিনি নিজে সেই গুঞ্জনকে বাস্তবে পরিণত করলেন।
গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই দুই সেঞ্চুরির সুবাদে ২১ ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২৫ জুন বুধবার তাদের সাপ্তাহিক টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং হালনাগাদ করেছে।
গত অক্টোবর থেকেই নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মূলত তিন সংস্করণে তিনি অধিনায়ক থাকতে চান না বলে আলোচনা ছিল। গত মাসেই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শান্তর স্থলাভিষিক্ত হন লিটন দাস। আর শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগ মুহূর্তে তাকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে।
চতুর্থ দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে নাঈম হাসানই জানিয়েছিলেন, বাংলাদেশের জয়ের জন্য যাওয়ার সুযোগ রয়েছে। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে অবশ্য এমন কিছু একেবারেই ফুটে উঠেনি। পুরো বাংলাদেশ যেন সেদিন জয়ের চেষ্টাটাও করেনি। এমন অভিযোগ থাকলেও সেটা রীতিমতো উড়িয়ে দিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক নিশ্চিত করেছেন, ড্রেসিংরুমে থাকা কেউই ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলেন না।
শ্রীলঙ্কায় পৌঁছানোর পর প্রথম দিনের অনুশীলনেই আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। সিরিজের দ্বিতীয় টেস্টের আগেও আঙুলে চোট পেলেন বাঁহাতি এই ব্যাটার। স্লিপ ক্যাচের অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। ফলে পর্যবেক্ষণে থাকতে হচ্ছে শান্তকে।