টেস্ট অধিনায়কের জন্য ৩-৪ জনের সাথে কথা বলবে বিসিবি
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে পরাজয়ের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। নভেম্বর-ডিসেম্বরের আগে কোনো টেস্ট ম্যাচ না থাকায় এখনো পর্যন্ত নতুন অধিনায়ক চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থাকায় আগামী কয়েকদিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়ক ঠিক করবে তারা। টেস্ট অধিনায়ক নির্বাচন করতে ৩-৪ জনের সাথে কথা বলবে বিসিবি।