বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলার জন্য স্কটল্যান্ডকে যোগ করতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপে না খেললে আর্থিক ক্ষতির পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন হুমকির খবর শোনা যাচ্ছে। বিশেষ করে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমন অবস্থায় ভবিষ্যৎ নিতে চিন্তা হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তুর। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে এবারের বিপিএলের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। সেই উচ্ছ্বাসের মাঝেও শান্তর মাঝে বইছে শঙ্কার শীতল বাতাস। এই ব্যাটার জানিয়েছেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে এটা অস্বীকার করার উপায় নেই।
সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেছেন, 'চিন্তা তো একটু হয়ই। অবশ্যই অবশ্যই চিন্তা হয়। ভবিষ্যৎ নিয়ে তো আমরা কেউ জানি না। চিন্তা একটু হচ্ছে। অস্বীকার করার এখানে কিছু নেই। একজন খেলোয়াড় হিসেবে চিন্তা হচ্ছে।'
গত এক দেড় বছর ধরেই বিভিন্ন উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশকে। নাজমুল হাসান পাপনকে সরিয়ে বিসিবি সভাপতি করা হয়েছিল ফারুক আহমেদকে। এরপর ফারুককে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেয়া হয় বিসিবি সভাপতির। এরপর বিসিবি নির্বাচনে জয়ী হয়ে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে নতুন শঙ্কা। শান্ত মনে করেন বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে না যায় তাহলে বোর্ডের উচিত ঢাকা প্রিমিয়ার লিগকে নতুন আঙ্গিকে আয়োজন করা।
তিনি যোগ করেন, 'যদি আমরা বিশ্বকাপে না যাই, সে ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব থাকবে। কারণ খেলোয়াড়দের এতদিন লম্বা সময় বসে থাকাটাও কঠিন। ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে—হবে কি হবে না। আবারও আমি অনুরোধ করব যে ঢাকার লিগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরও সুন্দরভাবে হয়।'
পাশাপাশি আরেকটি ভালো টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়ে শান্ত বলেন, 'বিশ্বকাপে যদি না যাওয়া হয়, বোর্ডের কাছে আরেকটা অনুরোধ থাকবে যেন আমাদের জন্য আরও একটা ভালো টুর্নামেন্ট বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে যেন খেলোয়াড়রা আমরা খেলার সুযোগ পাই।'