অধিনায়কের নাম জানাল রাজশাহী ওয়ারিয়র্স

বিপিএল
রাজশাহী ওয়ারিয়র্সের লোগো
রাজশাহী ওয়ারিয়র্সের লোগো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগে ২৪ ডিসেম্বর মিরপুরে হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠান। তবে নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, আকবর আলী, হাসান মুরাদ, জিসান আলমদের নিয়ে মিরপুরের একাডেমি বিপিএলের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকায় কয়েক দিন অনুশীলন করে ২৩ ডিসেম্বর বিকেলে সিলেটের বিমান ধরবে তারা। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে নিয়েই সিলেট যেতে চায় রাজশাহী। বিপিএল নিলামের আগে সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে রাজশাহী।

পরবর্তীতে নিলাম থেকে দলে নিয়েছে দুশান হেমন্থ ও জাহানদাদ খানকে। নিলাম শেষে ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে হুসাইন তালাত, সন্দীপ লামিচানে ও বিনুরা ফার্নান্দোকে।

তাদের সাত জনের মধ্যে ছয় জনই বিপিএলের প্রথম থেকে রাজশাহীর সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ হান্নান সরকার।

আরো পড়ুন: