আপনারাও বুঝেন যে আমরা অভিনয় করি, এটা সহজ নয়: শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত, বিসিবি
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নানা আলোচনায় বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মুস্তাফিজু রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরিক্রমায় আসন্ন এই বিশ্ব আসরে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে। এই ঘটনা নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একের পর এক মেইল চালাচালি চলছে।

বিশ্বকাপের মতো বড় কোনো আসরের আগে এমন ঘটনা নিশ্চিতভাবেই ক্রিকেটারদের ওপর বিরূপ প্রভাব ফেলে বলে মনে করেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন অনেক সময় ক্রিকেটাররা নিজেদের পেশাদার বলে অভিনয় করেন কোনো প্রভাব না পড়ার।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স খেলেছে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত জিতেছে চট্টগ্রাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সেখানেই উঠে এসেছে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রবাহ।

শান্ত এক পর্যায়ে বলেন, 'আপনি দেখবেন প্রতি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। সুতরাং, এই জিনিসগুলো আমি একজন খেলোয়াড় হিসেবে বলতে পারি—দুই-তিনটা ওয়ার্ল্ড কাপ যাই খেলেছি আল্লাহর রহমতে, প্রভাব পড়ে। এখন আমরা অভিনয় করি যে না, আমাদের কিছু হয় না—আমরা পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তো এটা আপনারাও বুঝেন যে আমরা অভিনয় করি। এটা সহজ নয়।'

২০২৩ বিশ্বকাপের আগে আচমকা দলে জায়গা হারান তামিম ইকবাল। তিনি টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ করেন তাকে ব্যাটিং অর্ডারে নিচে নামতে বলা হয়েছিল। এরপর সাকিব আল হাসান দিয়ে যান বিতর্কিত সাক্ষাৎকার। এর ফলে বিশ্বকাপের আগেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের বড় বিপাকে পড়তে হয় মাঠের বাইরের আলোচনার কারণে।

২০২৪ টি-বিশ্বকাপের আগেও ছিল নানা বিতর্ক ছিল বাংলাদেশের সঙ্গী। শান্ত জানিয়েছেন সামনেই আরেকটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে এসব সাম্প্রতিক বিতর্ক পিছু ঠেলে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের উজার করে দেবেন এবং পারফর্ম করবেন সেটাই চাওয়া তার।

শান্ত বলেছেন, 'আমার কাছে মনে হয় যে খেলোয়াড় এখনো চেষ্টা করে—ওটাকে কীভাবে দূরে রেখে আমি দলের জন্য ভালো খেলতে পারি। কিন্তু এই জিনিসগুলো না হলে ভালো। কিন্তু এই ব্যাপারটা আমি বলব যে এটা আবার একটু আমাদের নিয়ন্ত্রণেরও বাইরে। এটা কীভাবে হয়ে গেছে আমি বিস্তারিতভাবে জানি না।'

তিনি আরও যোগ করেন, 'কিন্তু যেটা হচ্ছে, এটা আসলে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি বা পারব—আসলে কী পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যেত, এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবুও আমি বলব, তারপরও ওই অভিনয় করে হলেও ভালো মন-মানসিকতাটা নিয়ে বিশ্বকাপে যদি আমরা যাই, যেখানেই খেলি না কেন, সেখানে চেষ্টা করা উচিত—কীভাবে আমি দলের হয়ে ভালো করতে পারি।'

আরো পড়ুন: