বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত প্রীতি ম্যাচে অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররা। মেহেদী হাসান মিরাজের ‘অদম্য’ দলের কাছে নাজমুল হোসেন শান্তর ‘অপরাজেয়’ দল হেরে যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের সময়ই শান্ত জানতে পারেন মুস্তাফিজের 'আইপিএল সংক্রান্ত' খবরটি।
সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হলে শান্ত বলেন, ‘ভাই এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত এটা যত ভালোভাবে উপস্থাপন করা যায় মানুষের সামনে।’
মুস্তাফিজের এমন সাফল্যে নিজের আনন্দের কথাও খোলামেলাভাবে জানান তিনি। শান্ত রসিকতার সুরে বলেন, ‘চেষ্টা করব (ট্রিট) নেওয়ার। করাবে না মনে হয় (ট্রিট)। সংশয় আছে।’
কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিওবার্তাও প্রকাশ করে। সেখানে মুস্তাফিজ বলেন, ‘কেকেআরের অংশ হতে পেরে আমি খুবই খুশি, আনন্দিত। দেখা হবে শিগগিরই।’
আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় থাকা নাহিদ রানার নাম না উঠলেও মুস্তাফিজের দল পাওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। নাহিদ বলেন, ‘শুনে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আইপিএলে খেলার ইচ্ছা আছে। দেখা যাক সামনে।’