বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই। ফলে বিপিএলে পারফর্ম করে জাতীয় দলে জায়গা পাওয়ার বড় সুযোগ আছে অনেক ক্রিকেটারের। শান্ত অবশ্য বিশ্বকাপ নিয়ে ভাবছেন না। জানিয়েছেন দলে জায়গা পাওয়ার বিষয়টি তার হাতে নেই। তার কাজ শুরু পারফর্ম করে যাওয়া।
রাজশাহী টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সকে উড়িয়ে দিয়েছিল। মূলত শান্তর সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরির কাছে পাত্তাই পায়নি সিলেট। দ্বিতীয় ম্যাচেই উল্টো পিঠ দেখতে হয়েছে রাজশাহীকে। তারা ৫ উইকেটে হেরেছে রাজশাহী।
ম্যাচের পর শান্ত সংবাদ সম্মেলনে বলেছেন, 'সিলেকশন, ওয়ার্ল্ড কাপে যাব যাব না এটা নিয়ে আমি একদমই ভাবছি না। কারণ এটা আমার পার্ট না। আমি একদমই চিন্তা করছি যে কীভাবে আমি নিয়মিত ধারাবাহিকভাবে রান করতে পারি এবং দলের ওপর ওই অবদানটা রাখতে পারি।'
সর্বশেষ বিপিএলে মাত্র ৫ ম্যাচে খেলতে পেরেছিলেন শান্ত। ফরচুন বরিশালের হয়ে আসরটির শুরুর দিকে কিছু ম্যাচে সুযোগ পেলেও শেষের দিকে একাদশেই জায়গা হয়নি তার। ৫ ইনিংসে মাত্র ৫৬ রান এসেছিল তার ব্যাট থেকে। এবার নিজেকে টি-টোয়েন্টির উপযোগী করেই ফিরে এসেছেন শান্ত। বিশ্বাস রাখতে চান নিজের ভাগ্যে।
শান্ত বলেছেন, 'যেটা আমার কপালে আছে সেটা তো আছেই। আমার কাজ হলো পারফর্ম করা রান করা যেটা আমি করার চেষ্টা করব। ভবিষ্যতে যদি সুযোগ হয় খুবই ভালো আলহামদুলিল্লাহ, যদি না হয় আবার চেষ্টা করব কীভাবে আমি কামব্যাক করতে পারি।'