‘রিশাদ-ফিজদের বিদেশি লিগ খেলা বাংলাদেশ দলের ৫ শতাংশ হলেও উন্নতি করবে’
সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে শারজাহ ওয়ারিয়র্সের জার্সিতে তাসকিন আহমেদ ও এমআই এমিরেটসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে রিশাদ হোসেন খেলছেন হোবার্ট হারিকেন্সের হয়ে। তাসকিন মনে করেন, এসব বড় লিগ খেলে তারা যা শেখার সুযোগ পাচ্ছেন সেসব ৫ শতাংশ হলেও বাংলাদেশের দলের উন্নতিতে প্রভাব ফেলবে।