‘চোটাক্রান্ত’ তাসকিন এখন খেলার মতো অবস্থায় নেই

বিপিএল
তাসকিন আহমেদ, ঢাকা ক্যাপিটালস
তাসকিন আহমেদ, ঢাকা ক্যাপিটালস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএলের চলতি আসরে টানা পাঁচ ম্যাচ খেললেও নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে মোহাম্মদ মিঠুন জানালেন, হাঁটুর চোটের কারণে একাদশে রাখা হয়নি ডানহাতি পেসারকে। বিশ্বকাপের আগে সতর্কতার স্বার্থে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে তাকে। ঢাকা পর্বে তাসকিনকে পাওয়া যাবে কিনা সেটার নিশ্চয়তা দিতে পারেননি মিঠুন।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি লিগের সবশেষ আসরে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন তাসকিন। সেই টুর্নামেন্ট নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলে বিপিএল শুরুর আগেই দেশে ফেরেন তিনি। যদিও ছেলের অসুস্থতার জন্য ঢাকার সঙ্গে যোগ দিতে পারেননি ডানহাতি এই পেসার। যার ফলে তাসকিনকে ছাড়াই প্রথম ম্যাচ খেলতে হয়েছে ঢাকাকে। দ্বিতীয় ম্যাচ থেকেই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে একাদশে নিয়মিত হয়ে উঠেন তিনি।

বাংলাদেশের তারকা পেসার এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে নিয়েছেন তিনটি উইকেট। বল হাতে যখন আলো ছড়াতে পারছেন না তখন বিপাকে পড়েছেন হাঁটুর চোট নিয়ে। এমতাবস্থায় নোয়াখালীর বিপক্ষে তাকে না খেলানোর পরামর্শ দিয়েছেন ঢাকার ফিজিও। চোটের অবস্থায় বুঝতে ঢাকায় পাঠানো হয়েছে তাসকিনকে। ঢাকার অধিনায়ক নিশ্চিত করেছেন, ডানহাতি পেসার এখন খেলার মতো অবস্থায় নেই।

নোয়াখালীর বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘এটা আসলে ফিজিওর উদ্বেগের ব্যাপার ছিল। তাসকিন এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। খেলার মতো অবস্থায় ছিল না বলেই তাসকিনকে রাখা হয়নি।’

বিপিএলে এখনো পর্যন্ত সাত ম্যাচের দুইটিতে জয় পেয়েছে ঢাকা। লিগ পর্বে এখনো তিনটি ম্যাচ বাকি তাদের। খেলতে হবে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। ১২ জানুয়ারি তাদের প্রতিপক্ষ রাজশাহী। শেষ দুইটি ম্যাচ খেলতে হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

মিঠুন নিশ্চিত করেছেন, স্ক্যানে যদি খুব খারাপ কিছু ধরা না পড়ে তাহলে ঢাকায় খেলার সম্ভাবনা আছে। ঢাকার অধিনায়ক বলেন, ‘এটা আসলে ফিজিও বলতে পারবে। তারপরও আমি আনঅফিসিয়ালি যতটুকু জানি, যদি খারাপ কিছু না হয় ঢাকা পর্ব থেকে আবার ওর খেলার সম্ভাবনা আছে।’

আরো পড়ুন: