তাসকিন-কনওয়েসহ আইপিএলে দল পেলেন না অনেক তারকা

আইপিএল
তাসকিন-কনওয়েসহ আইপিএলে দল পেলেন না অনেক তারকা
তাসকিন আহমেদ ও ডেভন কনওয়ে
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের এবারের নিলাম ছিল শুরু থেকেই নাটকীয়তায় ভরপুর। শুরুতেই রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্স দলে ভেড়ায় ক্যামেরন গ্রিনকে। তাকে দলে নিতে কলকাতার খরচ হয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি। মোটা অঙ্কে বিক্রি হয়েছেন মাথিশা পাথিরানা, লিয়াম লিভিংস্টোন ও মুস্তাফিজুর রহমানের মতো তারকা।

যদিও এর মধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটারের অবিক্রিত থাকা অবাক করেছে ক্রিকেট দর্শকদের। এই তালিকায় সবচেয়ে উপরের দিকে থাকবে ডেভন কনওয়ের নাম। এই উইকেটরক্ষক ব্যাটার চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাকে এবার নিলাম থেকে কেউই নিতে আগ্রহ দেখায়নি।

দল পাননি বিস্ফোরক ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কও। দল পাননি বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদও। নিলামের শুরুতে অবিক্রিত ছিলেন পৃথ্বী শ ও সরফরাজ খান। যদিও নিলামের একেবারের শেষদিকে অল পেয়েছেন তারা। দুজনই দল পান—শ’কে ৭৫ লাখ রুপিতে।

তাদের দলে নেয় দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। আইপিএলে দল পাননি ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। তার বেস প্রাইস ছিল মাত্র এক কোটি রুপি। আইপিএলে দেড় হাজারের বেশি রান থাকা এই আক্রমণাত্মক উইকেটকিপার-ব্যাটারের দল না পাওয়া নিশ্চিতভাবেই বিস্ময় সৃষ্টি করেছে।

একই পরিণতি হয় আফগানিস্তানের মুজিব উর রহমানের। পাশাপাশি দল পাননি শ্রীলঙ্কার মাহিশ থিকশানাও। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দীপক হুদার দল না পাওয়া বড় চমক ক্রিকেট ভক্তদের জন্য। এ ছাড়াও অবিক্রিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ (২ কোটি)।

দল পাননি নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (২ কোটি) এবং ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনও (২ কোটি)। মূলত আইপিএল চলাকালীন বিভিন্ন দলের আন্তর্জাতিক সিরিজ সূচি রয়েছে। এ কারণে অনেক ক্রিকেটারের প্রতি আগ্রহ থাকলেও পুরো মৌসুমের জন্য পাওয়া না যাওয়ার কারণে তারা দল পাননি বলে ধারণা ক্রিকেট বিশ্লেষকদের।

আরো পড়ুন: আইপিএল