খরুচে বোলিংয়ের পর তাসকিনের উইকেট, তবুও হারল নর্দান

ফ্র্যাঞ্চাইজি লিগ
খরুচে বোলিংয়ের পর তাসকিনের উইকেট, তবুও হারল নর্দান
উইকেট নেয়ার পর তাসকিনের উচ্ছ্বাস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আজমান টাইটান্সের বিপক্ষে ১১৮ রান করেও হারতে হয়েছে নর্দান ওয়ারিয়র্সকে। এই ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ২ ওভারে তিনি খরচা করেছেন ৩৬ রান। এর মধ্যে প্রথম ওভারেই দুই ছক্কা ও ৩ চারে তাসকিন খরচ করেন ২৪ রান।

পরের ওভারে উইকেট নিলেও ১২ রান খরচ করেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে এসে বাংলাদেশি এই পেসার আউট করেন ছন্দে থাকা রাইলি রুশোকে। তবে তাতেও আটকানো যায়নি টাইটান্সকে। অষ্টম ওভারে এসে তাবরাইজ শামসি ৩০ রান খরচ করেছেন। এর মধ্যে ৪টি ছক্কা খেয়েছেন তিনি।

মঈন আলী ৮ বলে ৩৩ রানের ক্যামিও খেলে টাইটান্সের বড় জয়ে অবদান রাখেন। ড্যানিয়েল লরেন্স শেষ পর্যন্ত তার সঙ্গে অপরাজিত ছিলেন ৪ বলে ৬ রান নিয়ে। এর আগে এনিউরিন ডোনাল্ডের ১২ বলে ৩১ রানের সুবাদে বেশ ভালোই শুরু পেয়েছিল টাইটান্স। যদিও আরেক ওপেনার অ্যালেক্স হেলস ফেরেন মাত্র ১৫ রান করে।

এরপর রুশো ১৯ রান যোগ করলেও দ্রুত ফিরে যান উইল স্মিদ। এরপর বাকিটা ছিল মঈন শো। নর্দানের হয়ে দুটি উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। তাসকিনের পাশাপাশি একটি উইকেট শিকার করেছেন শামসি। তবে ২ ওভারে তিনি খরচা করেন ৩৭ রান।

এর আগে জনসন চার্লসের ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় নর্দান। ২৩ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ৪টি ছক্কা ও ৭টি চারে সাজানো ছিল তার ইনিংস। এর বাইরে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল ওমরজাই ও ওডেন স্মিথ। ওমরজাই ১১ ও স্মিথ ১৭ রান করেন।

টাইটান্সের হয়ে একাই ৪ উইকেট নেন জামান খান। নিজের প্রথম ওভারেই তিনি হ্যাটট্রিক করেন। কলিন মুনরো, স্মিথ ও উজাইর খানকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন তিনি। এর বাইরে একটি করে উইকেট নেন আকিফ জাভেদ, ক্রিস গ্রিন ও পিয়ুষ চাওলা।

আরো পড়ুন: আবুধাবি টি-টেন