নাফের তোপে তাসকিনদের সামনে ১৩৪ রানের লক্ষ্য

ফ্র্যাঞ্চাইজি লিগ
তাসকিনকে নিয়ে বোলিংয়ে নর্দান ওয়ারিয়র্স
আবুধাবি টি-টেন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আবুধাবি টি-টেনের এবারের আসরের পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছে নর্দান ওয়ারিয়র্স। এই দলের হয়েই খেলছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।

তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কোয়েটা কাভালরির বিপক্ষে। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নর্দান ওয়ারিয়র্স। তাসকিন আহমেদকে নিয়েই একাদশ সাজিয়েছে নর্দান।

অধিনায়ক থিসারা পেরেরা প্রথম ওভারেই তাসকিনের হাতে বল তুলে দেন। প্রথম দুই বলে কোনো রানই নিতে দেননি তিনি আন্দ্রিস গাউসকে। এরপর তৃতীয় বলে সিঙ্গেল দিলেও চতুর্থ বলে আবার ডট আদায় করে নেন তাসকিন। পঞ্চম বলে ৩ রান দেন তাসকিন। আর শেষ বলে আবারও এক। ফলে প্রথম ওভার থেকে আসে মাত্র ৫ রান।

দ্বিতীয় ওভারে এসে লিয়াম লিভিংস্টোনের তোপের মুখে পড়েন তাসকিন। তাকে ওভারের প্রথম দুই বলেই টানা দুই ছক্কা হাঁকান এই ইংলিশ ব্যাটার। পরের বলে হজম করেন আরেকটি চার। বাকি তিন বলে আরও ৩ রান খরচ করে তাসকিন। ফলে শেষ ওভারে তাসকিনের খরচ হয় ১৯ রান।

ইনিংস জুড়ে নর্দানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এর বাইরে একটি করে উইকেট নেন ওডেন স্মিথ, তাবরাইজ শামসি ও থিসারা পেরেরা। তাদের বোলিং তোপ সামলেই কোয়েটা ৫ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে ফেলে।

দলটির হয়ে সর্বোচ্চ ১১ বলে ৪১ রানের ইনিংস খেলেন খাজা নাফে। তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করেই কোয়েটা বিশাল সংগ্রহ দাঁড় করায়। ১০ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন জেসন হোল্ডার। পাশাপাশি ২৪ রান করে আউট হয়েছেন লিভিংস্টোন।

দুই দলের একাদশ-

নর্দার্ন ওয়ারিয়র্স- জনসন চার্লস (উইকেটকিপার), কলিন মুনরো, কাদিম অ্যালেন, সাগর কল্যাণ, শিমরন হেটমায়ার, থিসারা পেরেরা (অধিনায়ক), ওডেন স্মিথ, ট্রেন্ট বোল্ট, তাবরাইজ শামসি, শাহিদ ইকবাল ভুট্টো, তাসকিন আহমেদ।

কোয়েটা কাভালরি- এভিন লুইস, আন্দ্রিস গাউস (উইকেটকিপার), মুহাম্মদ ওয়াসিম, খাজা নাফে, লিয়াম লিভিংস্টোন (অধিনায়ক), জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আলি নাসের, ইমরান তাহির, আব্বাস আফ্রিদি, খুজাইমা তানভীর।

আরো পড়ুন: আবুধাবি টি-টেন