আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মুস্তাফিজ
সংযুক্ত আরব আমিরাতের ইন্টান্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজের আগে নিলাম থেকে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।