বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে মুস্তাফিজ দেশে ফিরে আসায় তার বিকল্প খেলোয়াড় নিয়েছে আইএল টি-টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজের জায়গায় কানাডিয়ান পেসার কলিম সানাকে দলে অন্তর্ভুক্ত করেছে।
কলিম সানাকে দলে নেওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। সেখানে জানানো হয়, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে গ্লোবাল সুপার লিগের তারকা পেসার কলিম সানা দলে যোগ দিয়েছেন।
আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান ছিলেন বেশ কার্যকরী। টুর্নামেন্ট ছাড়ার সময় তিনি ছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে মোট ১৫টি উইকেট শিকার করেন তিনি।
এদিকে চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। এখনো পর্যন্ত টুর্নামেন্টে মাঠে নামেনি রংপুর। আগামী সোমবার চট্টগ্রামের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দলটি।