আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মুস্তাফিজ

ফ্র্যাঞ্চাইজি লিগ
আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মুস্তাফিজ
দুবাই ক্যাপিটালস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সংযুক্ত আরব আমিরাতের ইন্টান্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজের আগে নিলাম থেকে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

আইএল টি-টোয়েন্টির নিলামের আগে ইংল্যান্ডের পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেয় দুবাই। তবে কদিন পরই বাঁহাতি পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে তারা। বাংলাদেশের পেসারের বদলি হিসেবে হায়দার আলীকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি।

মাসখানেকের ব্যবধানে অবশ্য মুস্তাফিজকে আবারও দলে নিয়েছে দুবাই। আগামী ২ ডিসেম্বর মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টির আগামী আসর। টুর্নামেন্ট শুরুর কদিন আগে বাংলাদেশের পেসারের সঙ্গে চুক্তি করেছে তারা। এর আগে আইপিএলে তাদের মালিকানাধীন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের।

এর আগে আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে সাকিবকে দলে নেয় এমআই এমিরেটস। ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে বাংলাদেশের সাবেক অধিনায়ককে পেয়েছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দলটি। এ ছাড়া ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

যার ফলে আইএল টি-টোয়েন্টির আগামী আসরে খেলতে দেখা যাবে বাংলাদেশের তিন ক্রিকেটারকে। এদিকে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএল। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি লিগের। সাকিব এক বছর ধরে বাংলাদেশে এসে খেলতে পারেন না।

ফলে সাকিবের আইএল টি-টোয়েন্টিতে খেলা নিশ্চিত। তবে তাসকিন-মুস্তাফিজরা পুরো আসরে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে বিসিবির অনাপত্তির ওপর। এ ছাড়া বিপিএল কবে শুরু হচ্ছে সেটাও বিবেচনায় থাকবে। বিসিবি অবশ্যই একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে রিশাদ হোসেনকে।

আইএল টি-টোয়েন্টিতে সাকিব, তাসকিন ও মুস্তাফিজের দলের স্কোয়াড:

দুবাই ক্যাপিটালসের স্কোয়াড— স্কট কারি, মোহাম্মদ নবি, টাইমাল মিলস, মুহাম্মদ ফারুক, ফারহান খান, অনুদীপ চেন্থামারা, উসমান নাজিব, শায়ান জাহাঙ্গীর, রুশিল উগারবার, নাভিন বিদিয়াশে, টবি আলবার্ট, অক্ষয় ওয়াখারে, মুস্তাফিজুর রহমান, জর্ডান কক্স, রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, সেদিকউল্লাহ অটল, ওয়াকার সালামখিল, হায়দার আলী এবং জিমি নিশাম।

এমআই এমিরেটস— আন্দ্রে ফ্লেচার, মুহাম্মদ রোহিদ, নাভিন উল হক, জর্ডান থম্পসন, সাকিব আল হাসান, নশ্থুস কেনজিগে, জাহর খান, মোহাম্মদ শফিক, জাইন উল আবিদিন, উসমান খান, আকিম ওগিস, আরব গুল, তাজিন্দার ডিলন, টম ব্যান্টন, ফজলহক ফারুকি, রোমারিও শেফার্ড, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, মোহাম্মদ গাজানফার ও কামিন্দু মেন্ডিস।

শারজাহ ওয়ারিয়র্স— জুনাইদ সিদ্দিকী, ডোয়াইন প্রিটোরিয়াস, নাথান সোটার, জেইডেন সিলস, তাসকিন আহমেদ, ওয়াসিম আকরাম, ইথান ডি’সুজা, রিচার্ড এনগারাভা, হারমিত সিং, রাইস আহমাদ, মোহাম্মদ নাওফের, মোহাম্মদ আসলাম, আব্দুল সালমান খান, জেমস রিউ, দীনেশ কার্তিক, সিকান্দার রাজা, টম কোহলার-ক্যাডমোর, টিম ডেভিড, জনসন চার্লস, টিম সাউদি এবং সৌরভ নেত্রাভালকর।

আরো পড়ুন: আইএল টি-টোয়েন্টি