যদিও এর আগে তিনি আইএল টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন। তাকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যেম এই লঙ্কান পেসারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।
জানা গেছে ক্যারিবিয়ান পেসার জেইডেন সিলসের বদলি হিসেবে দলে নেয়া হয়েছে তাকে। একই দলের হয়ে খেলতে দেখা যাবে কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যানকেও। তবে কার বদলি হিসেবে তাকে দলে নেয়া হয়েছে এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
একই দলের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলবেন তাসকিন আহমেদ। বাংলাদেশি এই পেস তারকার সঙ্গেই বল করতে দেখা যাবে পাথিরানাকে। আইএল টি-টোয়েন্টির এবারের আসর শুরু হবে ২ ডিসেম্বর থেকে।
আর বিপিএলের আসর শুরু হওয়ার কথা ছিল ১৯ ডিসেম্বর থেকে। তবে জানা গেছে এই টুর্নামেন্টটি পিছিয়ে যাচ্ছে এক সপ্তাহ। ফলে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে পারে বিপিএল। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও এই বিষয়ে বিস্তারিত জানায়নি বিপিএলের আয়োজকরা।
আইএল টি-টোয়েন্টিতে খেলার ফলে তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি নিলে বিপিএলের শুরুর দিকে নাও পাওয়া যেতে পারে পাথিরানাকে। বিপিএলের নিলামের অন্যতম আকর্ষণ এবার লঙ্কান ক্রিকেটাররা। এবার এলপিএল হচ্ছে না। ফলে শ্রীলঙ্কার ক্রিকেটাররা এই সময় ফাঁকা সময় কাটাবেন।