বিগ ব্যাশে রিশাদের খেলা কবে, কখন
বিগ ব্যাশের সবশেষ আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিগ ব্যাশ খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) পাননি ডানহাতি এই লেগ স্পিনার। টুর্নামেন্টের আগামী মৌসুমের জন্যও বাংলাদেশের তারকা স্পিনারকে দলে টেনেছে হোবার্ট। এবার অবশ্য পুরো মৌসুমই খেলবেন রিশাদ।