ম্যাক্সওয়েলদের হারিয়ে ফাইনালের আরও কাছে রিশাদের হোবার্ট
ম্যাচ জিততে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন ছিল মেলবোর্ন স্টার্সের। মিচেল ওয়েনের প্রথম বলেই পয়েন্টের উপর দিয়ে ছক্কা মারেন মার্কাস স্টইনিস। ডানহাতি পেসার পরের বলটা করেন ওয়াইড। ৫ বলে যখন ১৯ রান দরকার তখন আরেকটি ছক্কা মারার চেষ্টায় ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে রাইলি মেরিডিথের হাতে ক্যাচ দিয়েছেন স্টইনিস। পরের তিন বলে দুইটি চারের সঙ্গে একটি ছক্কা মারেন হিল্টন কার্টরাইট। তখনো দুই দলের পক্ষেই জয়টা সম্ভব।