মেধাবী রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ডেভিড

বিগ ব্যাশ
রিশাদ হোসেন (বামে) ও টিম ডেভিড (ডানে)
রিশাদ হোসেন (বামে) ও টিম ডেভিড (ডানে)
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই বল হাতে আলো ছড়াচ্ছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের জার্সিতে সবশেষ তিন ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার। উইকেট নেয়ার পাশাপাশি মিতব্যয়ী বোলিংয়েও দলের জয়ে রাখছেন অবদান। পার্থ স্কর্চার্সের বিপক্ষে লেগ স্পিন জাদু দেখানো রিশাদকে তাই প্রশংসায় ভাসালেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটারের কাছে রিশাদ একজন মেধাবী বোলার।

বিগ ব্যাশের সবশেষ আসরে খেলার কথা থাকলেও বিপিএলের সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ার অস্ট্রেলিয়াতে যেতে পারেননি রিশাদ। এবার অবশ্য হোবার্টের হয়ে বিগ ব্যাশ খেলতে বাংলাদেশের বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়ার বিমান ধরেন। প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।

সিডনি থান্ডারের বিপক্ষে প্রথম ম্যাচেই অভিষেক হয় ২২ বছর বয়সি লেগ স্পিনারের। অভিষেক ম্যাচে অবশ্য উইকেটের দেখা মেলেনি রিশাদের। ডানহাতি লেগ স্পিনার প্রথম উইকেট পেয়েছেন মেলবোর্ন স্টার্সের বিপক্ষে। সেই ম্যাচে তিন ওভারে ৩৩ রান খরচায় নিয়েছিলেন ২ উইকেট। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে মিতব্যয়ী বোলিংয়ে ৪ ওভারে ২১ রানে নিয়েছিলেন একটি উইকেট।

এখনো পর্যন্ত বিগ ব্যাশে রিশাদের সেরা বোলিংটা করেছেন পার্থের বিপক্ষে। দুর্দান্ত বোলিংয়ে ৩৩ রানে নিয়েছেন তিনটি উইকেট। রিশাদের এমন বোলিংয়ের পাশাপাশি ডেভিড ও নিখিল চৌধুরির ব্যাটে ৪ উইকেটের জয় পায় হোবার্ট। শেষের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন ডেভিড। পুরস্কার বিতরণীতে দলের দুই লেগ স্পিনারের কথা জানতে চাইতেই রিশাদকে প্রশংসায় ভাসালেন তিনি।

এ প্রসঙ্গে ডেভিড বলেন, ‘অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে এসে রিশাদ কতটা ভালো করছে, সেটা আমরা দেখছি। তাকে দলে পাওয়া দারুণ ব্যাপার। স্ট্রেটে ছোট বাউন্ডারি থাকলেও, তাকে অনায়াসে বোলিংয়ে আনা যায়, কারণ সে মেধাবী। সে বিশেষ কিছু গুণ আছে।’

বিগ ব্যাশে এখনো পর্যন্ত চার ম্যাচে ৬ উইকেট নিয়েছেন রিশাদ। হোবার্টের লেগ স্পিনারের চেয়ে বেশি উইকেট আছে টম কারান, পিটার সিডল এবং জ্যাক এডওয়ার্ডসের। তাদের তিন জনেরই সাতটি করে উইকেট আছে। এদিকে চার ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে হোবার্ট।

আরো পড়ুন: