হোবার্টের এটাই প্রথম নারী বিগ ব্যাশের শিরোপা। এই ম্যাচে আগে ব্যাট করে পার্থ স্কোর্চার্স ৫ উইকেটে ১৩৭ রান করে। সেই লক্ষ্য ৫ ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে হোবার্ট। লি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৪ বলে ১০টি চার ও ৪টি ছক্কায়। যদিও দলটি শুরুতেই হারিয়েছিল ওপেনার ড্যানিয়েল ওয়েটের উইকেট।
তিনি মাত্র ১৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন ন্যাট স্কাইভার ব্র্যান্ট। লিকে নিয়ে তিনি যোগ করেন ৭৭ রান। ন্যাট ৩৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর জয় পেয়ে আর বেগ পেতে হয়নি হোবার্টকে। নিকোলা ক্যারি অপরাজিত থাকেন ৪ বলে ৬ রান করে। আর স্কোর্চার্সের হয়ে একটি করে উইকেট নেন লিলি মিলস ও লুইস এজার।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্কোর্চার্স। তাদের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সোফি ডিভাইন। আর ৩৩ রানের ইনিংস এসেছে বেথ মুনির ব্যাট থেকে। দলটির আর কোনো ব্যাটার ত্রিশের কোটা পাড় হতে পারেননি।
হোবার্টের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন লিনসি স্মিথ ও হিথার গ্রাহাম। একটি উইকেট নিয়েছেন লরেন স্মিথ। এই বছরের শুরুতে ১৪ মৌসুমের মধ্যে প্রথমবার ছেলেদের বিগ ব্যাশের শিরোপা জিতেছিল হোবার্ট হারিকেন্স। আর বছর শেষে ১০ মৌসুমের আক্ষেপ ঘুচিয়ে মেয়েদের শিরোপাও জিতল হারিকেন্স।