হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক গিলের প্রথম সিরিজ জয়
ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলা সবশেষ পাঁচ টেস্টের সবকটিতে তিনদিনের মধ্যে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদ টেস্টেও দেখা গেছে একই চিত্র। দিল্লি টেস্টে অবশ্য এমন কিছু হয়নি। ক্যারিবীয়রা ফলোঅনে পড়লেও জন ক্যাম্পবেল-শাই হোপের সেঞ্চুরির সঙ্গে জাস্টিন গ্রেভস ও জেইডেন সিলসের দৃঢ়তায় ইনিংস ব্যবধানে হার এড়িয়েছে, সঙ্গে কয়েক বছর পর ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট পঞ্চম দিনেও গড়িয়েছে।