টেস্টের মাঝপথে হাসপাতালে গিল, ভারতের নেতৃত্বে পান্ত

আন্তর্জাতিক
টেস্টের মাঝপথে হাসপাতালে গিল, ভারতের নেতৃত্বে পান্ত
শুভমান গিল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কলকাতা টেস্টের তৃতীয় দিনের খেলায় যখন ভারত জয়ের লক্ষ্যে নামবে, তখন হাসপাতালে থাকতে হবে অধিনায়ক শুভমান গিলকে। ঘাড়ের সমস্যার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে আর মাঠে ফিরতে পারবেন না তিনি। স্থানীয় একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে।

দ্বিতীয় দিনের শুরুতে ঘাড়ে অস্বস্তি নিয়েই ব্যাট করতে নামেন গিল। ইনিংসের শুরুতে তিনটি বল খেলার পর সাইমন হার্মারকে সুইপ করে চার মারেন তিনি। এরপরই ফিজিওকে ডাকেন এবং কিছুক্ষণ পরীক্ষা-নিরীক্ষা শেষে মাঠ ছেড়ে যান। ভারতের ইনিংস শেষ হয় ১৮৯ রানে, তবে গিল আর ব্যাট করতে নামতে পারেননি।

পরে স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, গিলের ঘাড়ে পেশির খিঁচুনি দেখা দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোববার বোর্ড নিশ্চিত করে যে, এই টেস্টে আর তাকে পাওয়া যাবে না।

দিন শুরুর আগেও ঘাড়ের জন্য কিছু বিশেষ অনুশীলন করতে দেখা যায় গিলকে। দিনের খেলা শেষে ভারতের বোলিং কোচ মর্নে মরকেল জানান, গিল ঘাড়ের জড়তা নিয়েই মাঠে নামেন। তিনি বলেন, গিল সাধারণত খুব ফিট থাকে, কিন্তু সকালে ঘাড়ে জড়তা নিয়ে ওঠায় সমস্যাটি দিনজুড়ে বজায় থাকে।

এটি প্রথমবার নয়। গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ধরনের ঘাড়ের সমস্যার কারণে খেলতে পারেননি তিনি। চিকিৎসকরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন।

গিলের অনুপস্থিতিতে দ্বিতীয় দিনে ভারতের নেতৃত্ব দেন চোট কাটিয়ে দলে ফেরা ঋষভ পান্ত। ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাউথ আফ্রিকা দিন শেষ করে সাত উইকেটে ৯৩ রানে। এখনো তিন উইকেট হাতে রেখে প্রোটিয়াদের লিড মাত্র ৬৩ রান।

আরো পড়ুন: শুভমান গিল