টি-টোয়েন্টি সিরিজের আগে গিলকে নিয়ে সুখবর

ভারত-সাউথ আফ্রিকা
টি-টোয়েন্টি সিরিজের আগে গিলকে নিয়ে সুখবর
অনুশীলনে শুভমান গিল, এএফপি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চোটের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি শুভমান গিল। যদিও তাকে নিয়েই টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা আশাবাদী ছিলেন গিলের ফেরার ব্যাপারে।

যদিও তবে কবে ফিরতে পারবেন এ নিয়ে ছিল শঙ্কা। এবার জানা গেছে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত গিল। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স (সিওই) জানিয়েছে গিলের মাঠে ফেরার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন তারা।

এর ফলে সিরিজের প্রথম টি-টোয়েন্টি থেকেই মাঠে ফিরতে কোনো বেগ পেতে হবে না গিলকে। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ের ইনজুরিতে পড়েন গিল।

এরপর দুইদিন হাসপাতালেই কাটাতে হয়য় তাকে। চিকিৎসা শেষে তিনি রিহ্যাব শুরু করেন। সেন্টার ফর এক্সিলেন্সে কঠোর রিটার্ন টু প্লে (আরটিপি) প্রোটোকল অনুসরণ করে তিনি পুরোপুরি অনুশীলনে ফিরে এসেছেন।

তাদের পক্ষ থেকে গিলের বর্তমান অবস্থার কথা জানিয়ে বলা হয়েছে, ‘শুভমান গিল সফলভাবে সব রিহ্যাব ধাপ সম্পন্ন করেছে এবং সব ফরম্যাটের ক্রিকেটে ফেরার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে।’

আরো পড়ুন: ভারত