ভারতীয় দলে ফিরেছেন ঋষভ পান্ত। এর আগে ২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কা সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে বিশ্রাম দেয়া হয়েছে জসপ্রিত বুমরাহকে। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় নেই শ্রেয়াস আইয়ার।
এদিকে গিল না থাকায় রোহিত শর্মার সঙ্গী হিসেবে ওপেনিংয়ে দেখা যাবে ইয়াশভি জয়সাওয়ালকে। ব্যাকআপ ওপেনার হিসেবে আছেন রুতুরাজ গায়কওয়াড়। চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলা এই ব্যাটার দারুণ ফর্মে আছেন।
সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে রাজকোটে তিন ওয়ানডেতে তাঁর ইনিংস ছিল ১১৭, ৬৮* এবং ২৫ রানের। দুই বছর পর ওয়ানডে দলে ফেরাটা তাই বেশ জমকালোই বলা যায় তার।
প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ৩০ নভেম্বর রাঁচিতে, ৩ ডিসেম্বর রায়পুরে এবং ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে। এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ভারতের ওয়ানডে স্কোয়াড-
রোহিত শর্মা, ইয়াসভি জয়সাওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঋষভ পান্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, রুতুরাজ গায়কওয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও ধ্রুব জুরেল।