প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই গিলকে ফেরানোর চেষ্টা

আন্তর্জাতিক
প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই গিলকে ফেরানোর চেষ্টা
আহত হয়ে মাঠ ছাড়ছেন শুভমান গিল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ঘাড়ের ব্যথার কারণে শুভমান গিলকে সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। ইনজুরি কাটিয়ে ভারতের অধিনায়ক কবে মাঠে ফিরতে পারবেন তা এখনো নির্ধারিত হয়নি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনো কোনও তারিখ ঘোষণা করেনি।

তবে জানা গেছে, সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে গিলকে সুস্থ করার চেষ্টা চলছে। ‘টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্টে বলা হয়েছে, মেরুদণ্ড বিশেষজ্ঞ ডা. অভয় নেনে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তার জন্য বিশেষ রুটিন তৈরি করেছে।

আপাতত গিল বিশ্রামে থাকবেন। কয়েক দিন পর তাকে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে পাঠিয়ে রিহ্যাব শুরু করা হবে। এই সপ্তাহ মুম্বাইতেই থাকবেন এই ওপেনার। বেঙ্গালুরু যাওয়ার আগে চণ্ডীগড়ে যেতে পারেন তিনি।

তারপর সরাসরি গিলের বেঙ্গালুরু রিহ্যাব শুরু হবে। ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে তাকে মাঠে ফিরানোর চেষ্টা চলছে। বোর্ডের এক কর্তা পিটিআইকে বলেছেন, 'গিলকে ইনজেকশন দিতে হচ্ছে। চিকিৎসা শেষে কিছু দিন বিশ্রাম নিতে হবে। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফেরানোর চেষ্টা চলছে, তবে খেলার সম্ভাবনা কম।'

কলকাতা টেস্টের সময় ঘাড়ে সমস্যা দেখা দেয় গিলের। ম্যাচের দ্বিতীয় দিন সকালে ঘাড় শক্ত হয়ে যাওয়ায় তিন বল খেলেই উঠতে হয় তাকে। ইডেন গার্ডেন্স থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। পরদিনই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়।

গুয়াহাটি গিয়ে দলের সঙ্গে থাকলেও খেলার অনুমতি পাননি গিল। প্রাথমিকভাবে মনে হয়েছিল পেশির সমস্যা। পরে বোর্ড জানিয়েছে, এটি স্নায়ুর সমস্যা। ২৬ বছরের ব্যাটারকে ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন দিতে হয়েছে।

আরো পড়ুন: শুভমান গিল