ধর্মশালায় ভারতের জয়ের পর অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। তার মতে, বড় মঞ্চে ম্যাচ জেতানোর ক্ষমতা এখনও রয়েছে সূর্যকুমার ও শুভমানের ব্যাটে, আর সেটাই ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অভিষেক বলেন, 'আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই। ওরা দু’জন টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জেতাবে। তার আগেও জেতাবে। ওদের সঙ্গে আমি অনেক দিন ধরে খেলছি। বিশেষ করে শুভমনের সঙ্গে ছোট থেকে খেলছি। আমি জানি, যে কোনও পরিস্থিতি থেকে ওরা ম্যাচ জেতাতে পারে।'
শুধু ব্যক্তিগত বিশ্বাস নয়, দলের সামগ্রিক মনোভাবও একই বলে জানান তিনি। অভিষেকের কথায়, 'আমরা সকলেই সূর্য ভাই, শুভমানকে ভরসা করি। আমি জানি, খুব তাড়াতাড়ি ওদের রানের মধ্যে দেখতে পাব। চিন্তার কিছু নেই।'
ধর্মশালায় ১১৮ রান তাড়ায় শুভমান করেন ২৮ বলে ২৮। আগের ম্যাচের তুলনায় উন্নতি হলেও ভিতরে ঢুকে আসা বলে আবারও বোল্ড হন তিনি। শেষ দিকে নেমে সূর্যেরও ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল, কিন্তু ১১ বলে ১২ রান করে আউট হন। নিজের পরিচিত শট খেলতেই গিয়ে উইকেট দেন তিনি।
নিজের ফর্ম নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন ভারত অধিনায়ক। সূর্যকুমার বলেন, 'নেটে খুব ভাল ব্যাট করছি। রান আসবেই। হ্যাঁ, এখন রান পাচ্ছি না। রানে নেই, ফর্মে আছি।'