ঘাড়ের সমস্যায় ম্যাচ চলাকালীন হাসপাতালে নেয়া গিল চিকিৎসা শেষে হোটেলে ফিরেছেন। তবু পুরোপুরি নির্ভার হতে পারছে না দল। পরের টেস্ট গুয়াহাটিতে, আর সেখানেও অধিনায়ককে পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
ভারতীয় দল বুধবার রওনা দেবে গুয়াহাটির উদ্দেশে। তবে গিল তাদের সঙ্গে যাবেন, এমন আশাটা ক্ষীণ। ঘাড়ের সমস্যায় ভোগা খেলোয়াড়দের সাধারণত বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ না করারই পরামর্শ দেয়া হয়।
কলকাতা টেস্টে গিলের অনুপস্থিতির প্রভাবও স্পষ্ট ছিল। দ্বিতীয় দিনে তিন বল খেলার পর ঘাড়ের ব্যথায় মাঠ ছাড়েন তিনি এবং পরে হাসপাতালে ভর্তি হন। দুই ইনিংসেই তাকে আর ব্যাটিংয়ে নামানো সম্ভব হয়নি। ১৮৯ রানে প্রথম ইনিংস শেষ করেও ভারত শেষ পর্যন্ত ম্যাচ হারে ৩০ রানে।
ম্যাচ শেষে কোচ গৌতম গম্ভীর জানান, গিলের অভাব ব্যাটিংয়ে স্পষ্ট ছিল। গুয়াহাটিতে তাকে পাওয়া যাবে কিনা, এমন প্রশ্নের পরিষ্কার জবাব তিনি দিতে পারেননি। শুধু বলেছেন, নিয়মিত পরীক্ষা করে অধিনায়কের অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
গিল যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, সেক্ষেত্রে নেতৃত্ব দেবেন ঋষভ পান্ত। একাদশে জায়গা পেতে পারেন সাই সুদর্শন, যাকে কলকাতা টেস্টে বাদ দেয়ায় বেশ আলোচনা তৈরি হয়েছিল।