ক্রীড়াঙ্গনে শোকের ছায়া, তামিম-লিটনদের দুঃখ প্রকাশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দল। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।