বিশ্বকাপে যাব কি না এটাও আমরা নিশ্চিত না: লিটন

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সংবাদ সম্মেলনে লিটন দাস
সংবাদ সম্মেলনে লিটন দাস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বেশ কয়েকবার আলোচনার পরও বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানায়নি আইসিসি। বাংলাদেশও দোলাচলে আছে বিশ্বকাপ নিয়ে। ক্রিকেটাররা এখনও জানেন না কোথায় খেলবেন তারা। বিশেষ করে কোন ভেন্যুতে খেলা হবে এর নিশ্চয়তা পাওয়া গেলে ক্রিকেটাররা মানসিকভাবে সেই প্রস্তুতি নিতে পারেন।

মঙ্গলবার এলিমিনেটরে সিলেট টাইটান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে রংপুর রাইডার্সকে। এরপর দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন। জানিয়েছেন, এখনও তার সঙ্গে বোর্ড এ নিয়ে কোনো আলোচনা করেনি। এসব ব্যাপার নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি লিটন। এদিন একাধিক প্রশ্ন এড়িয়ে যান তিনি।

এক পর্যায়ে লিটন বলেন, 'আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে, আপনি কোন দেশে যাচ্ছেন এটা একটা সাহায্য হতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের ক্রিকেটের ওপর পর্যায়ের যতগুলো খেলোয়াড় আপনারা তো ইতিমধ্যে দল জানেন। যে কোন ১৫ জন যাবে তো সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব।'

এরই মধ্যে গণমাধ্যমে নানা খবর উঠে আসছে। সাম্প্রতিক এক খবরে বলা হয়েছিল, বিসিবিকে আগামী বুধবার, ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। যদিও এমন কথা অস্বীকার করেছে খোদ বিসিবি। এই জটিলতা কবে কাটবে তা নিয়েও রয়েছে নানা ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে বাংলাদশ বিশ্বকাপে যাবে কিনা এটা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন লিটন।

তিনি বলেন, 'এখন থেকে ওয়ার্ল্ড কাপ এখনো অনেক দিন বাকি। ওয়ার্ল্ড কাপে যাব কি না আদতে এটাও আমরা নিশ্চিত না। টি-টোয়েন্টি জন্য এটা আদর্শ উইকেট না আমি এটুক বলতে পারি। ওয়ার্ল্ড কাপের জন্য কি না এটা আমি জানি না। কোয়ালিফায়ার ম্যাচ ভালো উইকেট আশা করছিলাম।'

বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের সবাই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কোনো রাখঢাক না রেখেই তা স্বীকার করে নিয়েছেন লিটন। তিনি মনে করেন পুরো বাংলাদেশই এই একই অবস্থায় আছে। তিনি যোগ করেন, 'আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চিত সবাই অনিশ্চিত। আমার মনে হয় পুরো বাংলাদেশই অনিশ্চিত এই মুহূর্তে।'

আরো পড়ুন: