বিপিএলের প্লে অফ থেকে বিদায়ের পর উইকেটকে দুষেছেন রংপুর রাইডার্স অধিনায়ক লিটন দাস। তিনি জানিয়েছেন প্লে অফের ম্যাচের জন্য এমন উইকেট আদর্শ নয়। বিশেষ করে সামনেই বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন উইকেটে খেলা আদৌ উচিত হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ আছে লিটনের।
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'বিশ্বকাপ নিয়ে আমরা এখনো জানি না, সুতরাং এটা প্রসঙ্গই বাদ। ক্রিকেটের জন্য আমার মনে হয় এই ফরম্যাটটা আমি বলব না যে একদম আদর্শ না, কিন্তু এটা কোয়ালিফায়ারের ম্যাচ। আপনি তো এমন একটা অবস্থায় ম্যাচ খেলছেন যেখানে হারলেই বিদায়। আপনি সম্পূর্ণ বোলারের পক্ষে উইকেট দিয়ে দিলেন তাহলে তো ক্রিকেটটা হলো না।'
উইকেট দুই দলের জন্যই কঠিন ছিল দাবি করে লিটন বলেন, 'কঠিন দেখে দুইটা দলই তো ধুঁকছে এমন না যে ওরা ১০ ওভারে খেলা জিতেছে। শেষ বলে গিয়ে ম্যাচ জিতেছে এবং ৬ রান লাগত, তারমানে বোঝাই যাচ্ছে যে উইকেটটা কঠিন। অবশ্যই নতুন বলটা অনেক বড় পরীক্ষা ছিল। আমরা ওখানে দ্রুত উইকেট হারানোয় কিছু পিছিয়ে গেছি।'
গ্রুপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই রংপুর রাইডার্সের অধিনায়কত্ব ছেড়ে দেন লিটন দাস। সেখান থেকে টানা দুই ম্যাচ জিতে প্লে অফে নাম লেখায় রংপুর। তবে এলিমিনেটরে সিলেট বাধা পার হতে পারেনি তারা। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এ কারণে সমর্থক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের প্রতি দুঃখপ্রকাশ করেছেন লিটন।
তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত কোয়ালিফায়ার থেকে বাদ পড়ে গেলাম। দুঃখিত রংপুরের যারা ভক্ত ছিল তাদের জন্য, তাদেরকে আমরা যে প্রত্যাশা তাদের থাকে সবসময় সেটা পূরণ করতে পারিনি। এবং আবারও দুঃখিত রংপুর মালিকপক্ষের জন্য যে তারা যে আশা নিয়ে আমাকে এ দায়িত্বটা দিয়েছিল তাদের আশাটাও পূরণ করতে পারলাম না।'