এবার জানা গেছে ভারতের শীর্ষ ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজির সঙ্গে বাংলাদেশের তিন ক্রিকেটার মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি ও লিটন দাসের চুক্তি শঙ্কার মুখে পড়ে গেছে। এমনটাই জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। এসজির সঙ্গে লিটন ও মুমিনুলের চুক্তি শেষের পথে। তাদের সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না প্রতিষ্ঠানটি।
লিটনকে চলতি বিপিএলেও এসজি ব্যাট দিয়ে খেলতে দেখা যাচ্ছে। ফলে লিটনের সঙ্গে চুক্তি বাতিলের খবর আপাতত গুঞ্জনই। তবে সেই চুক্তি দ্রুতই বাতিল হতে পারে বলে ধারণা করছে ভারতীয় গণমাধ্যম। এদিকে গত বছরই বাংলাদেশের শীর্ষ চার-পাঁচজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল করে ভারতের আরেকটি প্রতিষ্ঠান সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ। যারা এসএস নামে ব্যাট ও ক্রিকেটীয় সরঞ্জাম প্রস্তুত করে থাকে।
একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘দুই দেশের সম্পর্কের উন্নতি হলে পরিস্থিতি বদলাতেও পারে। ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট শিল্পে, বিশেষ করে আর্থিকভাবে। বিষয়টি শুধু খেলোয়াড়দের চুক্তি আপাতত নবায়ন না হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চিত পরিস্থিতির কারণে এসজি গত ছয় মাস ধরে বাংলাদেশে তাদের ক্রিকেট সরঞ্জামের বিতরণ বন্ধ রেখেছে।'
সেই সূত্র আরও বলেছে, ‘আগে বাংলাদেশের বিভিন্ন কারখানায় বিপুল পরিমাণ ক্রীড়া পোশাক তৈরি হতো, যা পরে এসজি ও ভারতের অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো। কিন্তু গত এক বছর বা তারও বেশি সময় ধরে সেই সরবরাহ ব্যবস্থাও কার্যত বন্ধ হয়ে গেছে।’