আবারও বিপিএলের সূচিতে পরিবর্তন
বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ। একই দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। তবে বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয় ম্যাচগুলো মাঠে গড়াবে ৩১ ডিসেম্বর।