বিশ্বকাপের সময় বিসিবির নতুন টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিরাপত্তা ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। বিশ্বকাপ খেলতে না যাওয়ায় অবসর সময় পার করতে হচ্ছে ক্রিকেটারদের। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ দলে থাকা ও জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টে অংশ নেয়া ক্রিকেটারদের ম্যাচ ও প্রাইজমানি হিসেবে ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। চার দিনের টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল। ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ নামে তিনটি দল অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে অংশ নেবে। ধুমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে। এ ছাড়া বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলবেন দুরন্ত একাদশের ক্রিকেটাররা। কোন দলের কোচিং প্যানেলে কারা থাকবেন সেটাও চূড়ান্ত করেছে বিসিবি। ধুমকেতু একাদশের প্রধান কোচের দায়িত্বে মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সালাহউদ্দিনের সহকারী হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। তিনিও বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে আছেন। দুর্বার একাদশের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে। কদিন আগে বিপিএলে বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচও ছিলেন তিনি। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার ইমরান।

কদিন আগে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সকে শিরোপা জিতিয়েছেন হান্নান সরকার। তিনি প্রধান কোচ হিসেবে কাজ করবেন দুরন্ত একাদশের হয়ে। হান্নানের সহকারী হিসেবে থাকছেন রাজিন সালেহ। ৫ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিসিবির নতুন টুর্নামেন্টের। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রত্যেকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। তবে ম্যাচ শুরুর আগে বিকেল ৪টা থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছে বিসিবি। পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো টুর্নামেন্টে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালু করছে তারা। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবহার হবে। খেলায় নতুন মাত্রা যোগ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

দর্শকরা চাইলে টিকিট কেটে খেলা দেখতে পারবেন। টিকিটের মূল্য তালিকাও প্রকাশ করেছে বিসিবি। যেখানে সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকায় টিকিট ক্রয় করে খেলা দেখতে পারবেন সমর্থকরা। ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন এবং সাউদার্ন গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলতে দেখতে খরচ হবে ১ হাজার টাকা।

আরো পড়ুন: