বিসিবি সভাপতিকে নিয়ে এমন খবর ছড়িয়ে পড়ার একদিন পর মিরপুরের ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কড়া বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবির আমন্ত্রণ ছাড়া মিরপুর শের-ই বাংলঅ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না ক্রীড়া সাংবাদিকরা।
স্টেডিয়াম ও আশেপাশের নিরাপত্তা বৃদ্ধির জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা কেবলমাত্র স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া ক্রীড়া সাংবাদিকরা কবে কবে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে সেটাও জানিয়েছে বিসিবি।
মিরপুর স্টেডিয়ামে যদি কোনো ম্যাচ থাকে তাহলে মাঠে প্রবেশের সুযোগ পাবেন ক্রীড়া সাংবাদিকরা। আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স থাকলেও স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন তারা। বিসিবি যদি কোন ইভেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় তাহলে স্টেডিয়ামে প্রবেশে বাধা থাকবে না ক্রীড়া সাংবাদিকদের।
এ ছাড়া অনুশীলন কাভার করার জন্য যদি বিসিবি যোগাযোগ করে তাহলে মাঠে যাওয়া যাবে। নতুন বিধিনিষেধে চাইলেই প্রতিদিন মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। মিডিয়ার প্রতিনিধিদের পাশাপাশি স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকল ব্যক্তির জন্যই এটি প্রযোজ্য হবে। ৩১ জানুয়ারি থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়েছে বিসিবি।