‘চোটাক্রান্ত’ তাসকিন এখন খেলার মতো অবস্থায় নেই
বিপিএলের চলতি আসরে টানা পাঁচ ম্যাচ খেললেও নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে মোহাম্মদ মিঠুন জানালেন, হাঁটুর চোটের কারণে একাদশে রাখা হয়নি ডানহাতি পেসারকে। বিশ্বকাপের আগে সতর্কতার স্বার্থে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে তাকে। ঢাকা পর্বে তাসকিনকে পাওয়া যাবে কিনা সেটার নিশ্চয়তা দিতে পারেননি মিঠুন।